Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

বিগত ২০১১-১২ সনে ব্রি হবিগঞ্জ বিআর১৬, ব্রি ধান২৮ এবং ব্রি ধান২৯ জাতের ৪৮.২ টন ব্রিডার বীজ উৎপাদন করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে এবং অত্র এলাকার কৃষকদের মাঝে বিতরনের জন্য বিভিন্ন জাতের ১৯.৮৯ টন মান সম্পন্ন বীজ উৎপাদন করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়েছে। 

মাঠ প্রদর্শনীঃহবিগঞ্জের বিভিন্ন স্থানে ব্রি উদ্ভাবিত প্রযুক্তি সমূহ যেমন ব্রি ধান৫৫, ব্রি ধান৪৬ ধানের জমিতে পর্যায়ক্রমে সেচ ও নিষ্কাশন (AWD) এবং বাকানী রোগ ব্যবস্থাপনা বিষয়ে মাঠ প্রদর্শনী করা হয়েছে।