এ প্রতিষ্ঠান থেকে অনুমোদিত জলী আমন ধানের জাত সমূহ
1. হবিগঞ্জ আমন১ (কাত্যাবাগদার)ঃআগাম আমন গ্রুপের অন্তর্ভুক্ত। ৪-৫ ফুট পানিতে ভাল হয়। পীত রং এর চাল, দানা লম্বা ও শুংবিহীন। এ জাতটি ১৯৪৪ সালে অনুমোদিত হয়।
2. হবিগঞ্জ আমন২ (গদালাকি)ঃলাকী গ্রুপের অমত্মভুক্ত। ৫-৭ ফুট পানিতে ভাল হয়। দানা খড় বর্নের ও শুংবিহীন। অনুমোদনের বছর ১৯৪৬।
3. হবিগঞ্জ আমন৩ (গোয়াই)ঃ৯-১১ ফুট পানিতে জন্মাতে সক্ষম। দানা খড় বর্নের ও চাল লাল বর্নের। অনুমোদনের বছর ১৯৪৬।
4. হবিগঞ্জ আমন৪ (দুধ লাকি)ঃলাকী গ্রুপের ধান। ৬-৮ ফুট পানিতে ভাল হয়। দানা খড় বর্নের ও শুংবিহীন। এ জাতটির অনুমোদনের বছর ১৯৪৬।
5. হবিগঞ্জ আমন৫ (ধলা আমন)ঃ৯-১২ ফুট পানিতে জন্মাতে পারে । দানা খড় বর্নের, চাল মোটা ও লাল বর্নের। অনুমোদনের বছর ১৯৪৬।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS